News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৬, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৫৪, ১৮ জানুয়ারি ২০২০

লুজানে ইরান ও ছয় বিশ্বশক্তির শেষ মুহূর্তের আলোচনা চলছে

লুজানে ইরান ও ছয় বিশ্বশক্তির শেষ মুহূর্তের আলোচনা চলছে

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু কর্মসূচি বিষয়ক সম্ভাব্য চুক্তি নিয়ে সুইজারল্যান্ডের লুজানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে। চলমান আলোচনায় উভয়পক্ষই পূর্বের ‘যেকোনো সময়ের চেয়ে’ কাছাকাছি অবস্থানে পৌঁছালেও চুক্তিটি সই না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাবে না। এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চূড়ান্ত সময় শেষ হবে কাল মঙ্গলবার। বিবিসি।

সিদ্ধান্তে পৌঁছার লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লুজানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এজন্য দেশে ফেরার নির্ধারিত সময়ও পিছিয়েছেন কেরি। ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীরাও তাঁদের কাজাখস্তান সফর পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতিমধ্যে জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে আরেক দফা আলোচনা করেছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফাবিয়াস, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ারের সঙ্গেও বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে কেরির সোমবার যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। কিন্তু আলোচনার প্রয়োজনে যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গত শনিবার ফাবিয়াস ও স্টাইনমেয়ারের সঙ্গে বৈঠক শেষে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান।

পরমাণু কর্মসূচি বিষয়ক সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে এগোনোর বিষয়ে সব পক্ষই সম্মত হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েই এখনও মতভেদ রয়ে গেছে। ইরান বলছে, একটি চুক্তি হয়তো সম্ভব। তবে এখনও অনেক বিষয়েই বোঝাপড়ার বাকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতা হলে কীভাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, সেই প্রক্রিয়া নিয়েও উভয় পক্ষের মধ্যে বিতর্ক রয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির এই সম্ভাব্য সমঝোতা নিয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন। গতকাল রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘আমরা আগে যতটা বলেছিলাম, ইরানের সঙ্গে সমঝোতা আসলে তার চেয়েও ভয়ের হতে যাচ্ছে।’ যদিও তাঁর এ আশঙ্কার কোনো ব্যাখ্যা দেননি নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইরান-লুজান-ইয়েমেন অক্ষ মানবতার জন্য বিপজ্জনক। এটাকে অবশ্যই থামাতে হবে।’

২০১৩ সালে শুরু হওয়া এ আলোচনার ইতিমধ্যে দুই দফা সময়সীমা বেঁধে দেওয়া হলেও কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হয়নি। আশাবাদ থাকলেও ৩১ মার্চের এই তৃতীয় দফার সময়সীমায়ও সেটা সম্ভব হবে কি না, তা নিশ্চিত নয়। মঙ্গলবারের মধ্যে রূপরেখা নিয়ে সমঝোতা হলে আগামী ৩০ জুনের মধ্যে বিস্তারিত বিষয় উল্লেখ করে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা।

পশ্চিমা দেশগুলো বলছে, পারমাণবিক কর্মসূচির মাধ্যমে বোমা বানানোর চেষ্টা করছে ইরান। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তাদের এই কর্মসূচি।

নিউজবাংলাদেম.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়