ঝাড়খণ্ডে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১০
ভারতের ঝাড়খণ্ডে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে অাহত হয়েছেন আরো ২০ জন। আহতদের অনেকের অবস্থা অাশঙ্কাজনক।
ঝাড়খণ্ডের গারওয়াহ জেলায় রবিবার স্থানীয় সময় রাত ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ছত্তিশগড়ের রায়পুর থেকে পাটনা যাচ্ছিল। এনডিটিভি।
বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেলিল বলে প্রাথমিক তদন্তে থেকে ধারণা করছে পুলিশ। অাহতদের সবাইকে গারওয়াহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








