News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫০, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৯:২৫, ১৮ জানুয়ারি ২০২০

পাপুয়া নিউগিনিতে ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

পাপুয়া নিউগিনিতে ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ঢাকা: পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির সমুদ্র উপকূল ও সলোমান দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা জারি করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। খবর এএফপি ও আলজাজিরার।

স্থানীয় সময় সোমবার সকালে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপের মতে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাপুয়া নিউগিনির বন্দর শহর মোরসবি থেকে ৭৮৯ কি.মি. দূরে সমুদ্রতলে। ভূমিকম্পের স্থানটি ব্রিটিশ আইল্যান্ড শহর কোকোপোর কাছাকাছি। দ্বীপটিতে ২০ হাজার লোক বাস করে।

অস্ট্রেলিয়া মহাদেশের ওশেনিয়ান অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর-পূর্ব উপকূলের রাবুল শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমে এর মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ। পরবর্তী সময়ে এর মাত্রা কমে ৭ দশমিক ৫ এ আসে বলে উল্লেখ করা হয়েছে।

ভূমিকম্পের আঘাতের পর হাওয়াইয়ের মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে পাপুয়া নিউগিনি ও সলোমান দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, সমুদ্র উপকূলের প্রায় ১০০০ কিলোমিটার এলাকাজুড়ে বড় ঢেউয়ের (সুনামি) সৃষ্টি হতে পারে।

উপকূলের প্রায় ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এর বেশ কিছুক্ষণ আগে ওই এলাকায় ৫ দশমিক ৭ ও ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। তবে দেশটির প্রাকৃতিক দুর্যোগ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত সুনামির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পটি আঘাত হানার পর বেশিরভাগ ঘর-বাড়িই কাঁপছিল। প্রায় ৫ মিনিট সময় ধরে ভূমিকম্প স্থায়ী ছিল বলে উল্লেখ করেছেন অনেকে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়