সাম্প্রদায়িকতা না ঠেকালে ভারত আবারও টুকরো হতে পারে: জমিয়ত
ভারতের জমিয়ত উলেমা-এ-হিন্দ অভিযোগ করেছে, দেশটির বিভিন্ন সাম্প্রদায়িক গ্রুপ গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রোববার এ খবর দিয়েছে হিন্দি দৈনিক নবভারত টাইমসের অনলাইন সংস্করণ।
দেশটির শীর্ষ আলেম-উলেমাদের এ সংগঠনটি হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) ফ্যাসিবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে আরএসএসকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে। জমিয়ত উলেমা-এ-হিন্দ আরও জানায়, কয়েকটি সাম্প্রদায়িক সংগঠন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে জোট পাকিয়ে মুসলিম যুবকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
গত শনিবার লখনৌতে অনুষ্ঠিত জমিয়তের ইজলাস-এ-আমে (সাধারণ সভায়) গৃহীত এক প্রস্তাবে বলা হয়, বাবরি মসজিদ ধ্বংসে জড়িত ছিল আরএসএস।
ওই প্রস্তাবে বলা হয়, ভারত একটি গণতান্ত্রিক দেশ যেখানে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু এই দেশটিকে আইন ও ন্যায়ের পথ থেকে বিভ্রান্ত করে অরাজকতা আর ফ্যাসিবাদের রাস্তায় নেয়ার চেষ্টা চলমান রয়েছে।
সংগঠনটির সভাপতি মাওলানা আরশাদ মাদানি সভায় জানান, রাজনৈতিক ফায়দা লোটার জন্য দক্ষিণপন্থি দলগুলো ‘ঘরে ফেরা’ (ঘার বাপাসি) কর্মসূচির নামে ঘৃণার বিস্তার ঘটাচ্ছে। তিনি বলেন, যারা ‘ঘরে ফেরা’ আর হিন্দু রাষ্ট্রের নাম করে ঘৃণা ছড়াচ্ছেন, তারা আসলে নিজ ধর্মের ভুল ছবি প্রকাশ করছেন।
‘দেশের স্বাধীনতার জন্য মুসলমান সম্প্রদায়ের চেয়ে বড় আত্মত্যাগ আর কোনও সম্প্রদায় করেনি’ উল্লেখ করে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন, সাম্প্রদায়িক রেষারেষির কারণে দেশ একবার টুকরো হয়েছে। কিন্তু এটা নিয়ন্ত্রণ করা না গেলে দেশ আবারও টুকরো হতে পারে।
এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে আরশাদ মাদানি বলেন, দক্ষিণপন্থিদের দ্বারা ছড়ানো ঘৃণার বিষয়ে সংসদে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি।
সভায় মুসলিম নেতারা নিজ সম্প্রদায়ের কাছে আবেদন জানান যেন তারা নিজদের সমাজের ভেতর ছড়িয়ে থাকা মন্দবিষয়গুলোর বিলোপ ঘটান। না হলে দুনিয়ার কোনও শক্তিই তাদেরকে প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে পারবে না বলে হুঁশিয়ার করেন নেতারা।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








