লন্ডনের রেলে এখনও বর্ণবাদী ব্রিটিশ ভুত
শতবর্ষ আগে ভারতবর্ষ শাসনকালে রেলগাড়ীতে ব্রিটিশদের নানা বর্ণবাদী আচরণ ও নিয়মের গল্প আমরা জানি। তবে, এই বর্তমান সময়ে পৃথিবীর কোথাও রেলের মতো গণ-পরিবহণে জাতি-বিদ্বেষী নিয়ম তো দূরের কথা আচরণের কথাই ভাবা যায় না। কথায় বলে, কয়লা ধুলেও ময়লা যায় না। লন্ডনেরই পাতাল রেলে এক নারীর বর্ণবাদী আচরণে ফুটে উঠল দগদগে ভাষা-বিদ্বেষ।
গতকাল শনিবার পতাল রেলে দুই ব্যক্তির ওপর চড়াও হন ওই ইংরেজী ভাষাপ্রেমী নারী। অকস্মাৎ এই বর্ণবাদী আচরণের শিকার দুজনসহ রেলের কামরায় উপস্থিত সকলেই হতভম্ভ হয়ে পড়েন এ ঘটনায়। আক্রান্ত দুইজনের মধ্যে একজন একটু সামলে নিয়ে নারীটিকে বোঝানোর চেষ্টাও করেন। কিন্তু কে শোনে কার কথা, যখন কয়লা ধুলেও ময়লা যায় না।
ওই ব্যক্তিদের অপরাধ, তারা নিজেদের মধ্যে পূর্ব ইউরোপীয় ভাষায় কথা বলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ইংরেজী ভাষাপ্রেমী নারীটি রেল ভ্রমণকালে একমাত্র ইংরেজীতেই কথা বলতে হবে বলে হুকুম জারি করেন। পাশাপাশি, ওই দুই ব্যক্তিকে ভিন্ন ভাষায় কথা বলার `অপরাধ` থেকে মুক্তি পেতে হলে, ইংরেজীতে ব্যাখ্যা দিতে বলে তিরস্কার করেন।
এদিকে, রেলেও ওই কামরায় উপস্থিত ব্যাংকার জে (২৪) পুরো ঘটনাটাই ভিডিওতে ধারণ করে ফেলেন। ভিডিওতে দেখা যায় ক্ষিপ্ত হয়ে ওই নারীটি এক পর্যায়ে বলছেন, "চাকরি চাওয়ার সময় তুমি ইংরেজী জানো, বাসা ভাড়া চাইতে গেলে ইংরেজী জানো... ছাইপাশ কিছু চাইতে গেলেও তুমি ইংরেজী জানো। কিন্তু রেলে আমাদের নিয়ে গিবতের সময় কেবল নিজেদের ভাষায় কথা বলো।"
ব্যাংকার জে বলেন, এই অনাকাঙ্খিত ঘটনাটি বর্ণবিদ্বেষের সাক্ষী। বর্তমান বিশ্বে আজকের দিনে এই দৃশ্য কেউ দেখার আশাই করেন না। অন্যভাষায় কথা বলায় লোক দুইজনকে তিনি ক্রমাগত অভিযুক্ত করতে করতে আক্রমণাত্মক হয়ে উঠতে থাকেন। এই আকস্মিক ঘটনায় কামরায় উপস্থিত অন্যদের সঙ্গে আমিও কিংকর্তব্যমূঢ় হয়ে পড়ি।
আক্রান্ত দুইজনের একজন একপর্যায়ে তাকে প্রতিরোধের চেষ্টা করে বলেন, "তুমি তো জানোই না আমরা কি নিয়ে কথা বলছিলাম। কারু সঙ্গে তর্ক কর্তে হলে তোমাকে অবশ্যই তারা যা বলতে চাইছে, তা শুনতে হবে।
একসময় নাজেহালের শিকার লোক দুইজন রেলের কামরা ত্যাগ করে চলে যান। সেসময়ও ওই নারীটি পেছন থেকে তাদের টিপ্পনীমূলক উপদেশ বর্ষণ করেন।
কামরার অনেকে ওই নারীকে `গোঁড়া` বলে অভিহিত করেন। লোক দুইজনকে উত্তপ্ত বাক্যবানে নাজেহাল করার সময় তাকে বিরক্তিকর বলেও চিহ্নিত করেছেন অনেকেই। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এই ঘটনাটি নথিভুক্ত করেছে বলে ডেইলি মেইল জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








