নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে গুলিতে ১৫ জন নিহত
নাইজেরিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে গুলিতে বিরোধী রাজনৈতিক নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদিকে, প্রযুক্তিগত সমস্যা ও সন্ত্রাসী হামলার আশঙ্কার মধ্যে শনিবার শুরু হওয়া এই জাতীয় নির্বাচন দ্বিতীয় দিন রোববার পর্যন্ত গড়িয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের পর থেকে দেশটিতে এবারই প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করার মতো শক্তিশালী প্রার্থীতা নিয়ে নির্বাচনে লড়ছেন বিরোধীদলীয় নেতা ও সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি। ফলে, সামরিক শাসন অবসান হওয়ার পর থেকে দেশটিতে এবারই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে বলে অনেকে মনে করছেন।
ভোটারদের হত্যার বোকো হারামের হুমকির মধ্যেই দেশজুড়ে ৫ কোটি ৬৭ লাখ ভোটারের জন্য ১,২০,০০০ ভোট কেন্দ্রে শনিবার থেকে ভোট গ্রহণ শুরু হয়। জাল ভোট ঠেকাতে উচ্চ প্রযুক্তির মেশিনে পাঠযোগ্য পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে। তবে প্রযুক্তিগত সমস্যা ও মেশিন অকেজো হয়ে পড়ার ঘটনায় ভোট গ্রহণে বিলম্ব ও বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। স্বয়ং প্রেসিডেন্ট জোনাথনের আঙ্গুলের ছাপ সনাক্ত করতে ৪০ মিনিট দেরি হয়।
প্রযুক্তিগত সমস্যায় ভোট গ্রহণ একদিনে শেষ করা যায়নি। পরে, রোববার পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা বাড়ায় দেশটির নির্বাচন কমিশন। এ ধরনের সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে ভোট গ্রহণের সময় বৃদ্ধি করা হতে পারে বলে আগেই ধারণা করা হচ্ছিল। নির্বাচন কমিশন থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভোট চলার ঘোষণা পূর্বেই দেওয়া হয়েছিল।
এদিকে, ভোট গ্রহণ রোববার পর্যন্ত বাড়ানোর কারণে ভোটের ফলাফল প্রকাশ করার তারিখ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।
নির্বাচন ঘিরে ধর্মীয়, নৃগোষ্ঠীগত ও আঞ্চলিকভাবে বিভক্ত হয়ে পড়ায় দেশজুড়ে তীব্র নির্বাচনী উত্তেজনা পাশাপাশি বিদ্রোহকবলিত উত্তরপূর্বাঞ্চলে বোকো হারামের হামলার আশঙ্কাও ছিল।
শনিবার নির্বাচন চলাকালে বোকো হারামের জঙ্গিদের হামলায় ইয়োবে রাজ্যে তিনজন ও গোম্বে রাজ্যে আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া, গোম্বেতে অজ্ঞাত বন্দুকধারীদের এক পৃথক হামলার ঘটনায় বিরোধীদলীয় নেতাসহ অন্তত আটজন নিহত হয়েছেন।
এসব কিছুর পরও দেশজুড়ে ব্যাপক সাড়া দিয়েছেন ভোটাররা। তবে, রোববার পর্যন্ত ভোট গ্রহণের সময় বাড়ানোতে, ফলাফল প্রকাশ করার তারিখ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








