জনককে বিদায় জানাতে প্রস্তুত সিঙ্গাপুর
ঢাকা: প্রয়াত লি কুয়ান ইউকে শেষ বিদায় জানানোর প্রস্তুত সিঙ্গাপুর। লি’র কফিন সিঙ্গাপুরের রাস্তায় শোভাযাত্রায় বহন করা হবে এবং বিশ্ব নেতাদের অংশগ্রহণে রাষ্ট্রীয়ভাবে শবযাত্রা অনুষ্ঠিত হবে। এর পর পারিবারিক অনুষ্ঠানে মরদেহ দাহ করা হবে। তার সম্মানে দেশবাসী এক মিনিট নীরবতা পালন করবে।
লি’র সম্মানে রোববার দেশটির বাণিজ্যিক ও বিপণি কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে।
রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শবযাত্রা শুরু হবে। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোসহ বিশ্ব নেতারা শবযাত্রায় অংশ নেবেন।
গত সপ্তাহে প্রায় ১০ লাখ লোক লি কুয়ানকে শ্রদ্ধা জানানোর স্থান পরিদর্শন করে সম্মান জানিয়েছে।
উল্লেখ্য, ২৩ মার্চ ৯১ বছর বয়সে মারা যান আধুনিক সিঙ্গাপুরের জনক ও দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন লি।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








