News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৭, ১৮ জানুয়ারি ২০২০

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র বিকাশ স্বরূপ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র বিকাশ স্বরূপ

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) সিনিয়র কর্মকতা ও বিশিষ্ট ঔপন্যাসিক বিকাশ স্বরূপ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র হচ্ছেন।

বর্তমান মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিনকে অতিরিক্ত সচিব করা হচ্ছে। তাকে ভারত-আফ্রিকা ফোরাম সামিটের ‘মুখ্য সমন্বয়ক’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্রে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্বরূপ বর্তমানে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব (ইউএন-পলিটিক্যাল) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার সফল উপন্যাস ‘কিউ অ্যান্ড এ’র কাহিনী অবলম্বনে ২০০৯ সালে নির্মিত ব্রিটিশ চলিচ্চিত্র ‘স্লামডগ মিলিওনিয়ার’ ৮টি অস্কার পুরস্কার জিতেছে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়