News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৮, ২৬ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৪১, ২৬ আগস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজায় আরও ৮৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৯২ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে

প্রতিবেদনে বলা হয়, রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন গোলার আঘাতে এবং বাকি ২৮ জন খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। উদ্ধারকাজে সরঞ্জাম ও লোকবলের ঘাটতির কারণে তাদের বের করে আনা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা ট্রাম্পের

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস। এর জবাবে সেদিনই গাজায় ভয়াবহ অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৬২ হাজার ৭৪৪ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন আহত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়