News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩২, ২৬ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৩২, ২৬ আগস্ট ২০২৫

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা ট্রাম্পের

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ নিয়ে ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এ যুদ্ধ শেষ হবে। 

সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প বলেন, “আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন। এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা ও অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।”

তবে এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে বারবার প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মানুষের শরীরের মাংসখেকো ‘স্ক্রুওয়ার্ম’ শনাক্ত

ট্রাম্প এমন সময়ে এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় গাজার নাসের হাসপাতালে ৬ সাংবাদিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়টার্স ও আলজাজিরার দুই সাংবাদিকও রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়