News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৪, ১ আগস্ট ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৩৮ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৩৮ জন

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৪ জন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন, ঢাকার বাইরের এলাকা (ঢাকা বিভাগ) ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন এবং রাজশাহী ও খুলনা বিভাগে ১০ জন করে।

আরও পড়ুন: ২০ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আইন উপদেষ্টা

চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ১১৮ জন। এর মধ্যে সদ্য বিদায়ী জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৬ জন নারী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়