News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ৩ আগস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬২

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬২

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একদিনের হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার (২ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এই হামলায় নিহতদের বড় অংশ মানবিক সহায়তা সংগ্রহের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

নিহতদের মধ্যে ৩৮ জন ছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ। সংস্থাটি নিয়ে ফিলিস্তিনিদের অভিযোগ, এসব কেন্দ্রে সহায়তা নেওয়ার সময় প্রায়ই ইসরায়েলি সেনা ও মার্কিন কন্ট্রাক্টরদের গুলিতে হতাহতের ঘটনা ঘটে।

এর আগে গত সপ্তাহেই ইসরায়েল ঘোষণা দিয়েছিল, মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় হামলায় ‘কৌশলগত বিরতি’ দেওয়া হবে। ২৭ জুলাই থেকে কার্যকর হলেও বাস্তবে এর প্রভাব নেই বলে অভিযোগ স্থানীয়দের। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্যমতে, শুধু গত বুধবার ও বৃহস্পতিবার ত্রাণ নিতে গিয়ে ১০৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘ বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহের সময় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ জনে। একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে ৯৩ জন শিশু।

আরও পড়ুন: গাজায় একদিনে নিহত ৮৩, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩০০

মানবিক পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, স্পেন, জার্মানি ও ফ্রান্স আকাশপথে ত্রাণ সরবরাহ করছে। তবে জাতিসংঘের ফিলিস্তিনিদের জন্য সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ এবং অন্যান্য মানবিক সংগঠনগুলো বলছে, বিমানপথে সহায়তা অত্যন্ত সীমিত ও প্রতীকী; কার্যকর সমাধানের জন্য স্থলপথে সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনিবার উপত্যকায় প্রবেশ করতে পেরেছে মাত্র ৩৬টি ত্রাণবাহী ট্রাক, যেখানে প্রতিদিন প্রয়োজন অন্তত ৬০০টি ট্রাক। একই দিনে খান ইউনিসে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে ইসরায়েলি হামলায় একজন কর্মী নিহত এবং তিনজন আহত হন; হামলায় ভবনের প্রথম তলায় আগুন ধরে যায়।

আল জাজিরার গাজার দেইর আল-বালাহ থেকে প্রতিবেদক হিন্দ খোদারি জানিয়েছেন, সাম্প্রতিক ত্রাণ সরবরাহ পরিস্থিতির কোনো উন্নতি আনতে পারেনি। বাজারে খাবার প্রায় নেই, যা সামান্য পাওয়া যায় তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। ফলে বহু মানুষ জীবন ঝুঁকিতে ফেলে খাদ্য সংগ্রহে বাধ্য হচ্ছেন।

আন্তর্জাতিক মহলে গাজার চলমান এই মানবিক সংকটের নিন্দা ও সমালোচনা আরও তীব্র হচ্ছে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অবিলম্বে স্থলপথে নিরাপদ ও অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়