News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৫, ২ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:২৮, ২ আগস্ট ২০২৫

গাজায় একদিনে নিহত ৮৩, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩০০

গাজায় একদিনে নিহত ৮৩, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩০০

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বুধবার দিনভর ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন, আহত হয়েছেন আরও ৫৫৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবারের ঘটনার পর এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩২ জনে এবং আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৬৪৩।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “দখলদার বাহিনীর বোমার শিকারদের অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।”

এছাড়া ত্রাণের খাবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। বিবৃতিতে বলা হয়, শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন আরও ৫৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৪০০ জন।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস। ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে আইডিএফ।

আরও পড়ুন: বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক খাতের কপাল পুড়ল

চলমান এ অভিযানে গত চার মাসেই প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১৬৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৩৫ হাজার ৬০২ জন।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল একাধিকবার এই সহিংসতা বন্ধে আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল এবং জিম্মিদের মুক্ত করা ছাড়া এই অভিযান থামবে না।

এরইমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা দায়ের হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়