News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৫, ১ আগস্ট ২০২৫

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক খাতের কপাল পুড়ল

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক খাতের কপাল পুড়ল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে আমদানি পণ্যে নতুন শুল্ক নীতির ঘোষণা দিয়েছেন। এতে বাংলাদেশের ওপর আরোপিত শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। 

অপরদিকে ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হবে আগামী ৭ আগস্ট থেকে। এই ঘোষণার প্রভাব পড়েছে দুই দেশের বাজারেই। শুক্রবার (১ আগস্ট) ভারতের পোশাক খাতে বড় ধরনের দরপতন হয়। নিউজ ১৮ ইংরেজি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধির আশঙ্কায় ভারতের কয়েকটি প্রধান টেক্সটাইল কোম্পানির শেয়ারে ব্যাপক পতন ঘটে।

শেয়ারবাজারে পতনের তালিকায় রয়েছে- কেপিআর মিলস: ৫% কমেছে, ওয়েলসপুন লিভিং: ২%, অলোক ইন্ডাস্ট্রিজ: ০.৮%, পিয়ার্ল গ্লোবাল: ৩.৭%, গোকূলদাস এক্সপোর্ট: ২.৬%, কিটেক্স গার্মেন্টস: ৩.২১%, বর্ধমান টেক্সটাইল: ২.৮%।

বাংলাদেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে এগিয়ে রয়েছে। প্রযুক্তি ও শ্রমব্যয়ের দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে থাকায় দেশটি প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে। তবে গত মাসে যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশের রপ্তানি সাময়িকভাবে চাপে পড়ে এবং ভারতের বাজার কিছুটা বাড়ে। কিন্তু সর্বশেষ শুল্ক হ্রাসের ঘোষণায় ফের বাংলাদেশের অবস্থান শক্তিশালী হলো।

আরও পড়ুন: কোন দেশের ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে। এতে দেশটির পণ্যে শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, তেল অনুসন্ধানে যৌথ উদ্যোগেও চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে।

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বৃদ্ধি ভারতের রপ্তানিকারকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শ্রমনির্ভর খাত যেমন—বস্ত্র ও উচ্চমূল্যের ইলেকট্রনিক্স—যা মূলত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় রপ্তানি খাত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়