News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪০, ১ আগস্ট ২০২৫
আপডেট: ১৬:০২, ১ আগস্ট ২০২৫

কোন দেশের ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

কোন দেশের ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশে আমদানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাক্ষরিত এ আদেশে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো অসম, সেসব দেশের পণ্যের ওপর মূল্যভিত্তিক অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জন্য নির্দিষ্ট একটি শুল্ক কাঠামো প্রণয়ন করা হয়েছে।

তবে অর্থনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে রাজি হয়েছে, তাদের জন্য কিছু ছাড় থাকবে। তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আগের শুল্ক হারই কার্যকর থাকবে।

আরও পড়ুন: বেইজিংয়ের বৃদ্ধাশ্রমে পানিবন্দি হয়ে ৩১ প্রবীণের মৃত্যু

হোয়াইট হাউস প্রকাশিত তালিকা অনুযায়ী, সিরিয়ার ওপর সর্বোচ্চ ৪১ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এরপর রয়েছে লাওস ও মিয়ানমার, যাদের ওপর ৪০ শতাংশ করে শুল্ক ধার্য করা হয়েছে। সুইজারল্যান্ডের ওপর আরোপ করা হয়েছে ৩৯ শতাংশ শুল্ক।

অন্যদিকে, মাত্র তিনটি দেশ ও অঞ্চলের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়