এআই অবকাঠামোয় রেকর্ড ১৫৫ বিলিয়ন ডলার ব্যয়

ফাইল ছবি
চলতি বছরের প্রথম ছয় মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো বিনিয়োগে রেকর্ড ১৫৫ বিলিয়ন ডলার (প্রায় ১৫ হাজার ৫০০ কোটি ডলার) ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের চার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান—মেটা, মাইক্রোসফট, আমাজন ও গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট।
ওয়াল স্ট্রিট জার্নাল, ব্লুমবার্গ ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যয় ২০২৫ সালের মার্কিন সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক সেবা খাতে মোট বরাদ্দের চেয়েও বেশি।
প্রকাশিত সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিষ্ঠানগুলো গত বছরের তুলনায় দ্বিগুণ হারে মূলধন ব্যয় করছে। মূলধন ব্যয় বলতে ডেটা সেন্টার, সার্ভার ও অত্যাধুনিক এআই সমর্থিত চিপ কেনা বা উন্নয়নে ব্যয়কে বোঝায়, যা এআই প্রযুক্তি পরিচালনার মূল অবকাঠামো।
গুগল তাদের আয় প্রতিবেদনে জানিয়েছে, মূলধন ব্যয়ের বড় অংশ এআই সমর্থিত সার্ভার ও ডেটা সেন্টারে খরচ হয়েছে। মেটা ২০২৫ সালে এ পর্যন্ত ৩০.৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে—গত বছরের একই সময়ের ১৫.২ বিলিয়ন ডলারের দ্বিগুণ। শুধু দ্বিতীয় প্রান্তিকেই ব্যয় হয়েছে ১৭ বিলিয়ন ডলার, যেখানে গত বছর একই সময়ে ছিল ৮.৫ বিলিয়ন।
অ্যালফাবেট প্রথম দুই প্রান্তিকে প্রায় ৪০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। আমাজনের ব্যয় দাঁড়িয়েছে ৫৫.৭ বিলিয়ন ডলার। মাইক্রোসফট চলতি প্রান্তিকে ৩০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে, যা গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি এবং আগের সর্বোচ্চ রেকর্ড ২৪.২ বিলিয়ন ডলারকে ছাড়িয়েছে।
আরও পড়ুন: সংক্ষিপ্ত লিংক নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত থেকে সরে এলো গুগল
মাইক্রোসফটের প্রধান অর্থ কর্মকর্তা অ্যামি হুড বলেন, আমরা সামনের বিস্তৃত সুযোগ মাথায় রেখে বিনিয়োগ অব্যাহত রাখব।
২০২৫ ও ২০২৬ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী, চার প্রতিষ্ঠান মিলিয়ে মূলধন ব্যয় ৩০০ থেকে ৩৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। মাইক্রোসফট একাই প্রায় ১০০–১২০ বিলিয়ন ডলার, মেটা ৬৪–৭২ বিলিয়ন, অ্যালফাবেট ৮৫ বিলিয়ন এবং আমাজন ১০০–১১৮ বিলিয়ন ডলার ব্যয়ের পূর্বাভাস দিয়েছে। এই মোট ব্যয় ইউরোপীয় ইউনিয়নের এক প্রান্তিকের প্রতিরক্ষা ব্যয়ের চেয়েও বেশি।
অ্যাপলও এবার এআই বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। চলতি প্রান্তিকে তাদের মূলধন ব্যয় বেড়ে ৩.৪৬ বিলিয়ন ডলার হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২.১৫ বিলিয়ন।
যদিও অ্যাপল এখনো এআই পণ্য ও সেবায় প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে, প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, আমরা এআইকে সব অ্যাপল ডিভাইস ও প্ল্যাটফর্মে যুক্ত করব।
তবে নির্দিষ্ট বিনিয়োগের পরিমাণ প্রকাশ করেননি।
অন্যদিকে, তুলনামূলক ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যেও বিনিয়োগ প্রতিযোগিতা বেড়েছে। এআই গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি ৮.৩ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে, যার ফলে প্রতিষ্ঠানের মূল্যায়ন দাঁড়িয়েছে ৩০০ বিলিয়ন ডলার। তারা মোট ৪০ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা করছে।
বিনিয়োগকারীরাও বিপুল ব্যয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আয় প্রতিবেদন প্রকাশের পর মাইক্রোসফট, গুগল ও মেটার শেয়ারদর বৃদ্ধি পায়। মাইক্রোসফটের বাজারমূল্য প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ব্যয় বৃদ্ধির ফলে নগদ প্রবাহ ৩০ শতাংশ হ্রাস পেয়েছে, যা ভবিষ্যতে মুনাফা বাস্তবায়নে চাপ সৃষ্টি করতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি