News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ৩০ জুলাই ২০২৫

চীনে ১৫ বছর পর অ্যাপলের স্টোর বন্ধের সিদ্ধান্ত

চীনে ১৫ বছর পর অ্যাপলের স্টোর বন্ধের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রায় ১৫ বছর পর প্রথমবারের মতো চীনে একটি স্টোর বন্ধ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৯ আগস্ট চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের ঝংশান জেলার পার্কল্যান্ড মলের স্টোরটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আমাদের স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।” যদিও প্রতিষ্ঠানটি স্টোর বন্ধের কারণ হিসেবে মলের পুনর্গঠনের কথা বলেছে, তবে বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে অ্যাপলের কৌশলগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

চীনে অ্যাপলের বিপণন পরিস্থিতি বিগত কয়েক প্রান্তিকে ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত বছর দেশটিতে অ্যাপলের ৫৭টি স্টোর ছিল, যা তাদের বিশ্বব্যাপী মোট স্টোরের ১০ শতাংশের বেশি। তবে টানা ছয় প্রান্তিকে দেশটিতে অ্যাপলের বিক্রি কমেছে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় কমে দাঁড়ায় ৬৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।

বিশ্লেষকদের মতে, স্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড যেমন হুয়াওয়ে, শাওমি ও ভিভো-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই অ্যাপলের বাজারে ধসের একটি বড় কারণ। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের বসন্তকালে চীনে অ্যাপলের বাজার অংশীদারিত্ব ছিল ১৫ শতাংশ, যেখানে এক বছর আগে তা ছিল প্রায় ১৮ শতাংশ।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে পাতলা বেজেলের ফোন আনছে মেইজু

এছাড়াও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনাও অ্যাপলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ এবং চীনের পাল্টা পদক্ষেপের ফলে অ্যাপল এখন ধীরে ধীরে তাদের উৎপাদন কার্যক্রম ভারতে ও ভিয়েতনামে সরিয়ে নিচ্ছে, যাতে উৎপাদন খরচ ও বাণিজ্য ঝুঁকি কমানো যায়।

এই প্রেক্ষাপটে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদের অংশগ্রহণে স্টকহোমে তিন দিনের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাণিজ্য উত্তেজনা প্রশমিত করা এবং নতুন শুল্ক আরোপ এড়াতে উভয় দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়