কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, বিলম্বে ছাড়ল জুলাই বিশেষ ট্রেন

ছবি: সংগৃহীত
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকাগামী বিশেষ ট্রেনের মান নিয়ে অসন্তোষ থেকে রাজশাহী রেলস্টেশনে রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে বিশেষ ট্রেন ও সিল্কসিটি এক্সপ্রেস উভয়ের যাত্রা প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, বরাদ্দকৃত বিশেষ ট্রেনটি ‘লোকাল ট্রেনের’ মতো, যেখানে এক সিটে ৫-৬ জন বসতে হয়, এবং সময়মতো ঢাকা পৌঁছানোর নিশ্চয়তা নেই।
সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও বিশেষ ট্রেনটি ছেড়ে যায় সকাল ৮টা ১৩ মিনিটে। একইভাবে, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটিও নির্ধারিত সময় সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ছাড়ে সকাল ৮টা ২৫ মিনিটে।
রাবি শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, “আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা একদমই লোকাল ট্রেন। তাই আমরা ভালো ট্রেনের দাবিতে রেল অবরোধ করি।”
আরও পড়ুন: রাজধানীর ফার্মগেট ও খামারবাড়িতে ককটেল বিস্ফোরণ
ঘটনার সময় আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল বিশেষ ট্রেনে, অন্যদল সিল্কসিটি এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম জানান, “ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা বুঝিয়ে সবাইকে ট্রেনে তুলে দিয়েছি।”
ঘটনার কারণে রাজশাহী-ঢাকা রেলপথে ট্রেন চলাচলে সাময়িক বিলম্ব হলেও পরে স্বাভাবিক হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি