গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজারের কাছাকাছি

ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে সোমবার (৪ আগস্ট) একদিনেই নিহত হয়েছেন অন্তত ৯৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৪৩৯ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৯৩৩ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৫০ হাজার ২৭ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বহু হতাহত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার সম্ভব হচ্ছে না পর্যাপ্ত যন্ত্রপাতি ও মানবসম্পদের অভাবে।
এছাড়া ত্রাণ সংগ্রহে আসা সাধারণ মানুষদের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুধু সোমবারই ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২৯ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৩০০ জন।
২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সে সময় হামাস যোদ্ধারা ১২০০ ইসরায়েলিকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর জবাবে গাজায় দফায় দফায় সামরিক অভিযান চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১১৯
চলমান দ্বিতীয় দফার অভিযানে (১৮ মার্চ থেকে) গত চার মাসে গাজায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৪৪০ জন, আহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি।
গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলাও হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন—হামাসকে ধ্বংস এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি