News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ৫ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:১৬, ৫ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধের চূড়ান্ত বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধের চূড়ান্ত বিস্ফোরণ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ ছিল বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধ।

সোমবার (৪ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ। এর লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।”

রাষ্ট্রপতি আরও বলেন, “২০২৪ সালের এই দিনে ছাত্র-শ্রমিক-জনতা ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত বিজয় অর্জন করে। বৈষম্যমূলক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্ত করে একটি গণমুখী রাষ্ট্র গঠনের পথে যাত্রা শুরু হয়।”

গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তিনি বলেন, “আমি স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যারা স্বৈরাচার বিরোধী লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এ আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো ও পঙ্গু বরণকারী সাহসী মানুষদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আরও পড়ুন: খামারবাড়ি ও আড়ং মোড়ে ডাইভারশন, মানিক মিয়ায় যান চলাচল বন্ধ

রাষ্ট্রপতি আরও বলেন, শহীদদের পরিবার এবং আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, এবং তা পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এই সংস্কারেই অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে। গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পথ, যার মাধ্যমে একটি ন্যায্য ও সাম্যের নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়