পাবনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত

ছবি: নিউজবাংলাদেশ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আন্দোলনে পাবনার শহীদের কবর জিয়ারত ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট ) সকালে সাঁথিয়ার নন্দনুপর গ্রামে শহীদ জুলকারনাইন ও এদ্রাকপুর করবস্থানে শহীদ আব্দুল হান্নানের কবর জিয়ারত করা হয়।
উপজেলা প্রশাসন ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা- কর্মীরা এতে অংশ নেন।
আরও পড়ুন: আনন্দ মিছিলে অংশ নিতে এসে বিএনপি নেতার মৃত্যু
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আহসান হাবিব আকাশ সহ শহীদ পরিবারের লোকজন।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পাবনায় ৬জন শাহাদাত বরণ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি