রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত ৮টা ২০ মিনিটে প্রফেসর ইউনূসের ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হবে।
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধের চূড়ান্ত বিস্ফোরণ: রাষ্ট্রপতি
এদিকে, দিবসটি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গণসংগীত, নাটক ও কবিতা আবৃত্তির মাধ্যমে অভ্যুত্থানের চেতনা তুলে ধরা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি