মোহাম্মদপুরে ছিনতাই চেষ্টাকালে আটক ৩, উদ্ধার দেশীয় অস্ত্র

ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন জনকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (৩ আগস্ট) ভোরে মোহাম্মদপুর সেনাবাহিনীর টহলদল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ লিটন মিয়া (১৯), সাব্বির (১৮) ও রাকিব (১৯) নামের তিন যুবককে আটক করে।
মোহাম্মদপুর সেনাবাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাতের নিয়মিত টহলকালে কাটাসুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে কিছু কিশোর যুবক। সন্দেহ হওয়ায় তাদেরকে থামিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করলে তারা পালাতে চায়। সেনা সদস্যরা তাদের ধাওয়া করে লিটন মিয়াকে ধরে ফেলেন। তার কাছ থেকে ধারালো পাঞ্চ রিং ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা প্রচণ্ড আঘাতের জন্য ব্যবহার করা যেতে পারে।
আটকের পর লিটন মিয়া স্বীকার করেন, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে বাইরে বের হয়েছিল এবং কেউ বাধা দিলে ধারালো পাঞ্চ রিং দিয়ে আঘাত করার হুমকি দেয়।
আরও পড়ুন: চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি নিহত
তদন্ত ও লিটনের তথ্য অনুযায়ী সেনাবাহিনী মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার দুই সহযোগী সাব্বির ও রাকিবকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো সামুরাই পাওয়া গিয়েছে।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, আমাদের টহলদল সক্রিয় এবং রাতের আধারে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের কিছু এলাকা ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক কালে সেনাবাহিনীর তৎপরতার কারণে ছিনতাইকারী দমনে ইতিবাচক প্রভাব পড়ছে।
পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ উদ্যোগে অপরাধ নির্মূলে একটি শক্তিশালী বার্তা গড়ে উঠেছে, যা সাধারণ নাগরিকদের জন্য আশ্বাসজনক।
বর্তমানে আটককৃত তিনজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
নিউজবাংলাদেশ.কম/পলি