মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ঢাকার মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি ভবনের সপ্তম তলায় এক নারী ও তার মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।
ঘটনার পর থেকে ওই বাসার গৃহকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গৃহকর্মীই মা-মেয়েকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে।
আরও পড়ুন: আজ ভালুকা মুক্ত দিবস
পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যেতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি








