News Bangladesh

নারী ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪০, ৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:১৬, ৮ ডিসেম্বর ২০২৫

‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন চার বিশিষ্ট নারী

‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন চার বিশিষ্ট নারী

বেগম রোকেয়া। ছবি: সংগৃহীত

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ এর জন্য চারজন বিশিষ্ট নারীকে নির্বাচিত করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর পদকপ্রাপ্তরা হলেন- নারীশিক্ষা (গবেষণা): রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার, মানবাধিকার: নাবিলা ইদ্রিস, নারী জাগরণ (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা।

আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আরও পড়ুন: রোহিঙ্গা ও স্থানীয়দের ১১.২ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোকেয়া দিবস সম্পর্কে উল্লেখ করা হয়, নারীজাগরণের পথিকৃত রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজে নারী-পুরুষের সমঅধিকার, নারীশিক্ষা, ক্ষমতায়ন ও ভোটাধিকারের জন্য আজীবন কাজ করে গেছেন। তার জন্ম ও মৃত্যুদিন ৯ ডিসেম্বর উপলক্ষে দিনটি রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়