News Bangladesh

কুড়িগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৬, ১৯ আগস্ট ২০২৫

কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় দরিদ্র উদ্যোক্তা নারী ও হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সদরের যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁন পাড়া উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে জেলা পরিষদের অর্থায়নে  ৪০ জন দরিদ্র বেকার যুব মহিলাদের প্রশিক্ষণার্থী সমাপনী শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। 

আরও পড়ুন: নোয়াখালীতে পুকুরে শামুক কুড়াতে গিয়ে ২ বোনের মৃত্যু

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তানজির ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক ও  সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়