২০ কোটি ২০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি
বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে ও রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে অতিরিক্ত ডলার সংগ্রহ অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ১৩টি ব্যাংক থেকে নতুন করে ২০ কোটি ২০ লাখ মার্কিন ডলার (২০২ মিলিয়ন ডলার) কেনা হয়েছে।
মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন এ লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা পর্যন্ত। এর মধ্যে কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ২৯ পয়সা।
আরও পড়ুন: ডিসেম্বরে প্রথম সপ্তাহে রেমিট্যান্স ৮৭ কোটি ডলার
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদদাতাকে জানান, আজকের মাল্টিপল প্রাইস অকশনের মাধ্যমে ১৩টি ব্যাংক থেকে ২০২ মিলিয়ন বা ২০ কোটি ২০ লাখ ডলার ক্রয় করা হয়েছে। প্রতিটি ডলারের দাম ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা পর্যন্ত নির্ধারিত হয়েছে।
চলতি অর্থবছর ২০২৫-২৬-এর শুরু থেকে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২৫১ কোটি ৪০ লাখ ডলার (২.৫১ বিলিয়ন ডলার) সংগ্রহ করেছে। বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। এই প্রক্রিয়াই দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বৃদ্ধি ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে।
এভাবে, বাংলাদেশ ব্যাংকের নিলাম পদ্ধতি দেশের বৈদেশিক মুদ্রার বাজারকে স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রফতানি আয়ের সঠিক প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








