নরসিংদীর স্পিনিং মিলে ভয়াবহ আগুন, ১৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি
ছবি: সংগৃহীত
নরসিংদীর এনআর স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং টানা ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় তুলার দুইটি গোডাউন পুড়ে কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও কারখানার কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও তুলার আধিক্যের কারণে আগুনের তীব্রতা বেশি থাকায় তা নেভাতে বেগ পেতে হচ্ছে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা যায়, তুলার গোডাউনের পাশে থাকা বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই সেই স্ফুলিঙ্গ তুলার উপর পড়ে এবং আগুন দ্রুত দুইটি গোডাউনে ছড়িয়ে পড়ে।
এনআর স্পিনিং মিলের ডিজিএম (একাউন্টস্) ফারুকুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, চোখের সামনে সুতা ও তুলার দুইটি গোডাউন পুড়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে।
আরও পড়ুন: টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নরসিংদী, মাধবদী, পলাশ এবং নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর সদস্যদের পাশাপাশি কারখানার শ্রমিক ও স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেন।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তুলার পরিমাণ বেশি থাকায় এবং আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই কারখানার সব গেট খুলে দেওয়া হয় এবং কর্মরত শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নিউজবাংলাদেশ.কম/পলি








