News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৮, ৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

ফাইল ছবি

রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারিক ও সংবেদনশীল এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিলবন্ধ কার্যক্রম নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং III/৭৬)–এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় স্থানগুলো হলো প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২–এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ/সামনে এলাকা।

আরও পড়ুন: মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিএমপি জানিয়েছে, উল্লিখিত স্থানগুলোর সামনে সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা—এমন সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সড়ক অবরোধ না করে জনদুর্ভোগ এড়ানোর জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত এলাকাগুলো রাজধানীর বিচারব্যবস্থা, আদালত কার্যক্রম এবং নিরাপত্তার দিক থেকে বিশেষ গুরুত্ববহ। এসব এলাকায় জনসমাগম বা আকস্মিক মিছিল-সমাবেশ পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে, যার ফলে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি স্পষ্ট করেছে, ১১ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত স্থানে কোনো ধরনের গণজমায়েতমূলক কার্যক্রম আয়োজন করা যাবে না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়