গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি সুপরিচিত নাইটক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হতাহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, শনিবার রাতের শেষ ভাগে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ক্লাবটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশের প্রাথমিক ধারণা, সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় অগ্নিকাণ্ডের সূচনা হয়। ঘটনাস্থলে থাকা পর্যটকসহ বিপুল সংখ্যক মানুষ অল্প সময়ে ধোঁয়া ও আগুনে আটকা পড়ে।
ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সাওয়ান্ত জানান, নিহত ২৩ জনের মধ্যে তিনজন সরাসরি দগ্ধ হয়েছেন, আর বাকি সবাই অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। হতাহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও ছিলেন বলে নিশ্চিত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেন, আজ গোয়ার সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। আরপোরায় বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
আরও পড়ুন: হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর
তিনি জানান, ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যাদের দায় প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এএনআই জানিয়েছে, দমকলের প্রচেষ্টায় আগুন ইতোমধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে সকল মৃতদেহ উদ্ধার শেষ হয়েছে।
পিটিআইকে উদ্ধৃত করে কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণসংক্রান্ত তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী সাওয়ান্তের নির্দেশে প্রশাসন অগ্নিকাণ্ডের উৎস, নিরাপত্তাব্যবস্থা, ও ক্লাবটির কার্যক্রমের অনুমোদনসংক্রান্ত নথি খতিয়ে দেখছে। পর্যটনসমৃদ্ধ এলাকাটিতে এমন একটি দুর্ঘটনা গোটা রাজ্যকে শোকস্তব্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় কর্মকর্তারা।
তথ্যসূত্র: এনডিটিভি, পিটিআই, এএনআই
নিউজবাংলাদেশ.কম/পলি








