News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৭, ৯ ডিসেম্বর ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে। আট খণ্ডে বিভক্ত এই বিশাল প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সরকারের সংস্কার কমিশনের ওয়েবসাইটে reform.gov.bd। এতে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ ২০২৫, রাজনৈতিক দল ও জোটসমূহের মতামত, আলোচনার সারসংক্ষেপ, সংশ্লিষ্ট নথিপত্র এবং জনমত জরিপের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের অক্টোবর থেকে বিভিন্ন সময়ে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। প্রথম ধাপে গঠিত ৬টি কমিশনের কার্যক্রম শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজকে সহ-সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। অপর পাঁচ কমিশনের প্রধানদেরও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের অপারগতার কারণে তাদের স্থলে দুজন জ্যেষ্ঠ সদস্যকে কমিশনে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ধারাবাহিক আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলসমূহ ও নাগরিক সমাজের মতামত সংগ্রহ করে ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ ২০২৫। পরবর্তীতে ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে সনদ স্বাক্ষরিত হয়। 

ইতোমধ্যেই কমিশনের সুপারিশের আলোকে ‘জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে সরকার।

আরও পড়ুন: তফসিল ঘোষণার পর সমাবেশ নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার

প্রতিবেদন সংক্রান্ত প্রধান বিষয়সমূহ

প্রথম খণ্ড:

  • জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন।
  • জুলাই জাতীয় সনদ ২০২৫ এবং তার বাস্তবায়ন সম্পর্কিত সুপারিশ।
  • জাতীয় ঐকমত্য কমিশন সংক্রান্ত প্রজ্ঞাপন।
  • কমিশনের সদস্য ও বিশেষজ্ঞগণের নামের তালিকা।
  • সচিবালয় সহায়তা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীর তথ্য।
  • কমিশনের পরামর্শদাতা তালিকা।

দ্বিতীয় ও তৃতীয় খণ্ড:

  • রাজনৈতিক দল ও জোটের মতামত প্রদানের জন্য প্রেরিত স্প্রেডশিট।
  • স্প্রেডশিটে প্রতিক্রিয়া এবং অংশবিশেষের বিশ্লেষণ।

চতুর্থ ও পঞ্চম খণ্ড:

  • একক ও দ্বিপক্ষীয় আলোচনার সারসংক্ষেপ।
  • রাজনৈতিক দল ও জোটের সংশোধিত মতামত এবং আলোচ্য বিষয়সমূহ।
  • নাগরিক সমাজের গণপ্রতিনিধিদের সংলাপ এবং মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাব।

ষষ্ঠ খণ্ড:

  • খসড়া জুলাই জাতীয় সনদ ২০২৫।
  • খসড়ার ওপর রাজনৈতিক দল ও জোটের মতামত ও সারাংশ।
  • সমন্বিত খসড়া এবং প্রস্তাবিত অঙ্গীকারনামা নিয়ে মতামত।

সপ্তম খণ্ড:

  • জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক ও রাজনৈতিক দল ও জোটের মতামত।
  • ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’ এবং অন্যান্য সংস্থা-গোষ্ঠীর বৈঠকের সারসংক্ষেপ।
  • রাজনৈতিক দল ও জোটের মতামত গ্রহণ সংক্রান্ত ধারাবাহিক বৈঠকের সারসংক্ষেপ।

অষ্টম খণ্ড:

  • কমিশন ও নির্বাচন কমিশনের মধ্যে আদানপ্রদানকৃত চিঠি।
  • ‘Public Opinion Survey on National Reform’ শীর্ষক জনমত জরিপের ফলাফল।

জাতীয় ঐকমত্য কমিশনের পাশাপাশি এর আগে ও পরে গঠিত মোট ১১টি সংস্কার কমিশনের সব প্রতিবেদনও একই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফলে সংস্কার প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য এখন জনসাধারণের জন্য সহজলভ্য।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়