News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৯, ৯ ডিসেম্বর ২০২৫

এডিস মশাবাহিত ডেঙ্গুতে মৃত্যু ৪০১, হাসপাতালে ভর্তি ৯৮,৭০৫

এডিস মশাবাহিত ডেঙ্গুতে মৃত্যু ৪০১, হাসপাতালে ভর্তি ৯৮,৭০৫

ফাইল ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, এবং মৃত্যু সংবাদও কমছে না। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮,৭০৫ জনে। এর মধ্যে ৯৬,৭৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১,৯৪৫ জন রোগী চিকিৎসাধীন।

মৃত্যুবরণকারীদের মধ্যে দুইজন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, আর একজন বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, ঢাকা বিভাগের বাইরে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ৬৪ জন, ময়মনসিংহে ৩১ জন, খুলনা ৩০ জন, রাজশাহী ১২ জন এবং রংপুরে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৪৫৫ জন

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৫২৮ জন ছাড়পত্র পেয়েছেন।

ডেঙ্গুতে চলতি বছরের মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর ধারা নিম্নরূপ:

মৃত্যু: জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, মার্চে ০, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাই মাসে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬, অক্টোবরে ৮০, নভেম্বরে ৯৯, ডিসেম্বরের ৯ দিনে ১৯ জন।

হাসপাতালে ভর্তি রোগী: জানুয়ারিতে ১,১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১,৭৭৩, জুনে ৫,৯৫১, জুলাই মাসে ১০,৬৮৪, আগস্টে ১০,৪৯৬, সেপ্টেম্বরে ১৫,৮৬৬, অক্টোবরে ২২,৫২০, নভেম্বরে ২৪,৫৩৫, ডিসেম্বরের ৯ দিনে ৪,৩০৮ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুর আক্রান্ত ও মৃতের তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল এবং মৃতের সংখ্যা ছিল সর্বোচ্চ ১,৭০৫ জন। ২০২৪ সালে মোট আক্রান্ত ছিলেন ১,০১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক করেছে যে, ডেঙ্গুর প্রকোপ এখনও কমেনি। প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে চলা, মশার উৎপাত রোধ ও দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়