News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৯, ৮ ডিসেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৪৫৫ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৪৫৫ জন

ফাইল ছবি

দেশে ডেঙ্গু জ্বরের সংক্রমণ অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৫ জন।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৮ জনে, এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৮৪ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ২৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের সংখ্যা বিভাগের ভিত্তিতে নিম্নরূপ ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৬ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর দুইটি ঘটনা দুটোই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঘটেছে। একই সময়ে হাসপাতাল থেকে ৪৮৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন রোগী ২০০, মৃত্যু শূন্য

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন সারা বছরই ছড়িয়ে পড়ছে। বৃষ্টির সময় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। প্রতিরোধে মশা নিবারক ওষুধ ব্যবহার, সচেতনতা বৃদ্ধিসহ সার্বিক প্রচার অত্যাবশ্যক।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী উল্লেখ করেছেন, শুধু জরিমানা বা জনসচেতনতা বাড়ানো যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছিল ৫৭৫ জন।

২০২৩ সালে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

এ পরিস্থিতি দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এখনও একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, বিশেষ করে রাজধানীসহ বড় শহরগুলিতে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়