ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের
ছবি: সংগৃহীত
বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন দলটিরর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে সমাপণী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।
এদিন সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সমাপণী অধিবেশনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ডা. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্র এখনও চলছে এবং দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই।
তিনি আরও উল্লেখ করেন, মুখে নানা কথা বললেও বিএনপি ছাড়া আর কোনো দল বাস্তবিকভাবে দেশ গড়ার পরিকল্পনা করছে না।
আরও পড়ুন: একটি দল বলছে ‘এই মার্কায়’ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে: সালাউদ্দিন
তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকে প্রার্থী করা হোক, তার পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি বলেন, দল ও দেশের জন্য ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য না দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়ে দেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। তিনি নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করারও প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্বে ছিলেন, তখন তিনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। খাল খননের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নতি ঘটেছিল।
উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, সেচ ব্যবস্থার উন্নতির কারণে বাংলাদেশে আগে যেখানে একটি ফসল হতো, সেখানে দুটি এবং পরে তিনটি ফসল উৎপাদন সম্ভব হয়েছিল। এছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি অল্প পরিমাণে হলেও রপ্তানি সম্ভব হয়েছিল।
তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, সামনের রাজনৈতিক যুদ্ধ কঠিন হবে এবং দল ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে।
তিনি বলেন, এখানে প্রার্থী নয়, মুখ্য হলো ধানের শীষ, দলের উন্নয়ন পরিকল্পনা এবং দেশের উন্নয়ন।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় জনগণকে বোঝানোর মতো দেশের উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নেও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। আগামী দুই মাসে বিএনপির উন্নয়ন পরিকল্পনায় জনসম্পৃক্ততা বাড়ানো হবে এবং ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোকে এটি বাস্তবায়নে সক্ষম হতে হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








