News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ৮ ডিসেম্বর ২০২৫

আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট এনডিএফ

আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট এনডিএফ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপির নেতৃত্বে একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। 

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে ২০ দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ।

আরও পড়ুন: নির্বাচনকে সামনে রেখে মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট

জোটভুক্ত অন্য দলগুলো হলো—জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ।

এর আগে গত ২৭ নভেম্বর রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে এক সভায় এ জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোটের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে রুহুল আমিন হাওলাদারকে।

জাতীয় পার্টির আনিসুল ইসলামপন্থি অংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছিলেন, “এই জোটে সবমিলিয়ে ১৬টি দল থাকতে পারে। ৮ ডিসেম্বর আমরা জোটের আত্মপ্রকাশ করব। আমাদের এই বৃহত্তর জোটের নেতারাও সেদিন উপস্থিত থাকবেন।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়