News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৪, ৮ ডিসেম্বর ২০২৫

আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম

আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম

ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি বাজারে। বাজারে দেশি ও আমদানিকৃত সব ধরনের পেঁয়াজের দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, দেশি ভালো মানের পেঁয়াজ কেজি প্রতি ১০-১৫ টাকা কমে এখন ৯০-১০০ টাকা, মুড়ি কাটা পেঁয়াজ ৩০ টাকা কমে ৭০ টাকা, ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৭০-৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ কিনতে আসা ক্রেতা মাজহারুল ইসলাম মানিক বলেন, 'দুই দিন আগেও মুড়ি কাটা পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। আজ একই পেঁয়াজ ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। ভারত থেকে আমদানি হওয়ায় দাম কমে সাধারণ ক্রেতারা স্বস্তি পেয়েছে।' তিনি বাজার মনিটরিং আরও জোরদারের আহ্বান জানান।

হিলির পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির জানান, দেশের বিভিন্ন মোকামে দাম কমার পাশাপাশি ভারতীয় পেঁয়াজ আসায় বাজার স্থির হচ্ছে। মুড়ি কাটা পেঁয়াজ ৭০ টাকা, দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকা। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমবে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, সোমবার দুপুর পর্যন্ত চারজন আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন- রবেল ইন্টারপ্রাইজ, শাহাজান আলী পাইকার, এমআর ট্রেডার্স ও রকি ট্রেডার্স।

আরও পড়ুন: ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, রোববার (৭ ডিসেম্বর) বিকেলে একটি ভারতীয় ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়