News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৪০, ৮ ডিসেম্বর ২০২৫

দেশে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্ট এক লাখ ২৮ হাজার ছাড়াল

দেশে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্ট এক লাখ ২৮ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও স্থায়ী মূল্যস্ফীতির মধ্যেও বড় অঙ্কের হিসাব বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির চাপে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলো সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। ফলে ছোট আমানত কমছে। বিপরীতে সমাজের একটি শ্রেণির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, আর বিত্তশালী ব্যক্তি ও বড় প্রতিষ্ঠানগুলোর কাছেই নতুন উচ্চ অঙ্কের হিসাব কেন্দ্রীভূত হচ্ছে। তাদের মতে, অর্থনৈতিক চাপ থাকলেও এই শ্রেণির সম্পদ বাড়ার ধারা থামেনি।

রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এসব অ্যাকাউন্টের সবই ব্যক্তিগত নয়; অনেক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টও রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে মোট ব্যাংক হিসাব দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টি, যা তিন মাসে বেড়েছে ৫৫ লাখ ৯৪ হাজারের বেশি।
জুন প্রান্তিকে কোটি টাকার হিসাব ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি, যা সেপ্টেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টিতে। অর্থাৎ তিন মাসে বেড়েছে ৭৩৪টি।

যদিও অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে, তবে বড় অঙ্কের এসব হিসাবে মোট জমা কমেছে। জুন শেষে এসব হিসাবে জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে নেমে এসেছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। তিন মাসে কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।

আরও পড়ুন: বাজারে ভোজ্যতেলের দাম বাড়লো

বিবিএসের তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে কোটিপতি আমানতকারী ছিলেন মাত্র ৫ জন, ১৯৮০ সালে ৯৮টি হিসাব, ১৯৯০ সালে ৯৪৩টি, ২০০৮ সালে ১৯ হাজার ১৬৩টি, ২০২০ সালে ৯৩ হাজার ৮৯০টি, ২০২৪ সালের শেষে ১ লাখ ২২ হাজার ৮১টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়