News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ৮ ডিসেম্বর ২০২৫

পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলেই অবসর নিতে চান সাকিব

পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলেই অবসর নিতে চান সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় ধরে সেবা দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। অবসরের আগে দেশে ফিরে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলতে চান তিনি।

সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত সাকিব রবিবার (৭ ডিসেম্বর) অভিষেক ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়াতে না পারলেও তার দল জিতেছে। একই দিন মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে তিনি নিজের অবসর পরিকল্পনা প্রকাশ করেন।

সাকিব বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাটে অবসর নেইনি। পরিকল্পনা হলো দেশে ফিরে তিন ফরম্যাটে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তারপর অবসর নেব।”

তিনি আরও জানান, কোন ফরম্যাট দিয়ে বিদায় নেবেন সেটি গুরুত্বপূর্ণ নয়; তবে একটি পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলে ভক্তদের কাছ থেকে বিদায় নেওয়াই তার ইচ্ছা।

২০২৪ সালে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর দেশে না ফিরলেও সাকিব আশাবাদী, “আমি মনে করি ফিরতে পারব। ভক্তরা আমাকে যে সমর্থন দিয়েছে, একটি হোম সিরিজই তাদের বিদায় বলার সবচেয়ে ভালো উপায়।”

শুধু ক্রিকেট নয়, নিজের রাজনৈতিক পথচলাও চালিয়ে যেতে চান তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব।

আরও পড়ুন: টুর্নামেন্টে ভালো খেলার জন্য দোয়া চাইলেন তাসকিন

তার ভাষায়, “ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে। কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার বাকি আছে। বাংলাদেশ ও মাগুরার মানুষের জন্য কাজ করতে চাই।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়