জলপাইয়ের সঙ্গে মিশে গেছে বুবলীর সৌন্দর্য
শবনম বুবলী। ছবি: সংগৃহীত
ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা থেকে রূপালি পর্দার তারকায় পরিণত হওয়া এই অভিনেত্রী নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। ব্যক্তিজীবন ও কাজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে তিনি যেন সবসময়ই প্রস্তুত।
সম্প্রতি বুবলী ফেসবুকে শেয়ার করেছেন জলপাই বাগানে তোলা একগুচ্ছ ছবি। পেস্ট রঙের পোশাক, খোলা চুল আর হাসিমাখা মুখে তার উপস্থিতি যেন প্রকৃতির সজীবতার সঙ্গে মিশে গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'টক মিষ্টি শীতের জলপাই, প্রিয় প্রকৃতি।'
ছবিগুলো প্রকাশের পর মন্তব্য বিভাগে ভক্তরা বুবলীর রূপ ও জলপাই- দুটিই নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন।
একজন লিখেছেন, জলপাই দেখলে সবারই লোভ জাগে। আরেকজন মন্তব্য করেছেন, জলপাইটা আপনার মতোই দেখতে, আপু।
আরও পড়ুন: ২০২৫ সালে সেরা পাঁচে সোহাগ ওয়াজিউল্লাহর গান
২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। প্রথম ছবিতেই তার অভিনয় প্রশংসিত হয় এবং দ্রুতই তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








