আরও স্মার্ট ও নির্ভুল হলো গুগল ক্রোমে অটোফিল সুবিধা
ছবি: সংগৃহীত
গুগল ক্রোমের মোবাইল ও ডেস্কটপ সংস্করণে অটোফিল সুবিধায় বড় ধরনের হালনাগাদ আনা হয়েছে। নতুন পরিবর্তনের ফলে গুগল অ্যাকাউন্ট ও গুগল ওয়ালেটে সংরক্ষিত তথ্য আরও দ্রুত ও নির্ভুলভাবে ফর্মে পূরণ করা যাবে।
গুগলের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রোমে সাইন-ইন থাকলে নাম, ই-মেইল ঠিকানা, বাড়ি ও কর্মস্থলের ঠিকানা—এসব তথ্য ডেস্কটপ, অ্যান্ড্রয়েড এবং আইওএস সব প্ল্যাটফর্মেই স্বয়ংক্রিয়ভাবে অটোফিলের মাধ্যমে পূরণ হবে। ফলে বারবার ব্যক্তিগত তথ্য লিখার ঝামেলা কমবে।
নতুন ফিচারসমূহ-
অ্যান্ড্রয়েডে অটোফিল পরামর্শ দুই লাইনে প্রদর্শিত হবে, যাতে একই নামের একাধিক ব্যক্তির তথ্য সহজে শনাক্ত করা যায়।
আন্তর্জাতিক ঠিকানার ক্ষেত্রে, যেমন মেক্সিকোতে দুটি সংযোগসড়ক থাকা, ক্রোম এখন আরও স্মার্ট হয়ে শনাক্ত করতে সক্ষম।
জাপানের ধ্বনিত (ফোনেটিক) নাম সিস্টেমের সমর্থন শিগগির যুক্ত হবে।
গত মাসে চালু হওয়া ‘এনহ্যান্সড অটোফিল’ এর মাধ্যমে পাসপোর্ট নম্বর, ড্রাইভিং লাইসেন্স, লয়্যালটি কার্ড, এমনকি গাড়ির ভিআইএন ও নাম্বারপ্লেটও স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা যাবে।
নতুন আপডেটে ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণের ক্রোমই গুগল ওয়ালেটে সংরক্ষিত ভ্রমণসংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে, যেমন ফ্লাইটের তারিখ ও আগমনের সময় অটোফিল স্বয়ংক্রিয়ভাবে পূরণ করবে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধের ঘোষণা
এই হালনাগাদগুলো ব্যবহারকারীদের অনলাইন ফর্ম পূরণের অভিজ্ঞতা আরও দ্রুত, নির্ভুল ও ব্যবহারবান্ধব করে তুলবে। সূত্র: দ্য ভার্জ
নিউজবাংলাদেশ.কম/এসবি








