News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২২, ৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৪১, ৮ ডিসেম্বর ২০২৫

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বাজারে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা বহাল থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এইচএসবিসি আয়োজিত এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

হাইকমিশনার বলেন, ২০২৯ সালের পরও তৈরি পোশাকসহ বাংলাদেশের ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে রপ্তানি খাতে বৈচিত্র্য আসবে এবং দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

আরও পড়ুন: আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’

তিনি আরও বলেন, এই সুবিধা প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়