জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ আটক
শওকত মাহমুদ। ছবি: সংগৃহীত
জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীতে নিজ বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শওকত মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে ৯ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
গ্রেফতারের কারণ বা কোন মামলায় তাকে নেওয়া হয়েছে -এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
এর আগে ২০২৩ সালের ২১ মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলের সব পদ থেকে ‘বহিষ্কার’ করা হয়েছিল। সেসময় বনানীতে জাতীয় ইনসাফ কমিটি (ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস) নামে এক অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন করে নতুন সংবিধান প্রণয়ন ও তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি








