News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫০, ৮ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাবাহিনীর টানা দুদিনের হামলায় আফগানিস্তানের কমপক্ষে ২৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। 

রবিবার (৭ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গোলাগুলি ঘটে বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে। পাকিস্তানের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে আফগান তালেবানরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়।

এর পর পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহৃত হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনারা পরে রকেট লঞ্চার, কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করে। এতে আফগান তালেবানদের কমপক্ষে তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়। পাকিস্তান সূত্র জানায়, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে নির্ভুল ও লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

প্রথম দফার গোলাগুলির পর আফগান তালেবান যোদ্ধারা জনবহুল এলাকায় সরে গিয়ে পুনরায় গুলি চালায়। পাকিস্তান সেনারা সেখানে ও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।

আরও পড়ুন: পশ্চিম তীর দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি

এ ঘটনায় বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি। আফগান তালেবানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়