News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ৮ ডিসেম্বর ২০২৫

ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

ছবি: সংগৃহীত

ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

রবিবার (৭ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুমতি জারি করেছে।

মোট ৫০ জন আমদানিকারককে অনুমোদন দেওয়া হয়েছে। তবে কোনো আমদানিকারক ৩০ টনের বেশি পেঁয়াজ আমদানি করতে পারবেন না। কেউ দ্বিতীয়বারের জন্য আবেদন করতে পারবেন না। অনুমতি বা আইপির মেয়াদ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকবে।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় জানায়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। প্রতিদিন ৫০টি করে আইপি ইস্যু করা হবে, প্রত্যেক আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানের অনুমোদন থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ছে- ২০২২-২৩ অর্থবছর: ৩৪ লাখ ১৭ হাজার টন, ২০২৩-২৪ অর্থবছর: ৩৭ লাখ ৯০ হাজার টন, ২০২৪-২৫ অর্থবছর: ৪২ লাখ ৫০ হাজার টন, ২০২৫-২৬ অর্থবছর (চলতি বছর): ৪২ লাখ ৬৪ হাজার টন।

দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫-৩০ লাখ টন, ফলে উৎপাদিত পেঁয়াজের কিছু অংশ বীজ বা ক্ষয়ক্ষতি হিসেবে ব্যবহার হয়। মৌসুম শেষে সরবরাহে সামান্য ঘাটতি পড়ায় আমদানির প্রয়োজন দেখা দেয়।

আরও পড়ুন: দেশে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্ট এক লাখ ২৮ হাজার ছাড়াল

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) পূর্বে পরামর্শ দিয়েছিল, পেঁয়াজ আমদানিতে ভারতের পাশাপাশি বিকল্প উৎস যেমন পাকিস্তান, তুরস্ক, মিসর, চীন ও মিয়ানমার ব্যবহার করা হোক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়