৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল আলাস্কা
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ইয়াকুতাত অঞ্চলের কাছে কানাডার ইউকন সীমান্তঘেঁষা পাহাড়ি ও কম জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হেনেছে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।
স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এবং আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ও কানাডার হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান, বার্তা সংস্থা এপি এবং গালফ নিউজ জানিয়েছে, আলাস্কা-ইউকন সীমান্তের প্রত্যন্ত এলাকায় কম্পনটি সবচেয়ে বেশি অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে ভূমিকম্পের পরে এ মুহূর্তে কোনো সুনামির আশঙ্কা নেই এবং সতর্কতাও জারি করা হয়নি।
আরও পড়ুন: নতুন ফাটলরেখা শনাক্ত, বাড়লো ঝুঁকি
ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে কানাডার হোয়াইটহর্স এলাকায় জরুরি নম্বর ৯১১-এ একাধিক কল আসে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানিয়েছেন, স্থানীয় অনেক বাসিন্দা ঘর কেঁপে ওঠা এবং তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। একই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও বহু মানুষ শেয়ার করেছেন।
কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকন অঞ্চলের যে অংশে কম্পনটি আঘাত হেনেছে তা মূলত পাহাড়ি এবং কম জনবসতিপূর্ণ। ফলে বড় ধরনের প্রাণহানি বা ক্ষতি না হওয়ার বিষয়টি স্বাভাবিক। তবে স্থানীয়রা ঘরের ভেতরে সামান্য বিশৃঙ্খলার অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একই এলাকায় একাধিক ছোট আফটারশক অনুভূত হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জরুরি সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








