নচিকেতা হাসপাতালে ভর্তি
নচিকেতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হৃদ্যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
রবিবার (৭ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হার্ট-সংক্রান্ত জটিলতার কারণেই নচিকেতাকে ভর্তি করা হয়েছে। যদিও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নচিকেতা আসানসোলে নির্ধারিত একটি শো বাতিল করতে বাধ্য হন। রবিবার (৭ ডিসেম্বর) তার আরেকটি শো হওয়ার কথা ছিল- সেটিও বাতিল করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তার সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও অসুস্থতার কারণে একটি শো বাতিল করেন নচিকেতা। তখন পরিবার জানায়, তার সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে- যা শীতের সময় বাড়ে এবং টানা শো করার ফলে পরিস্থিতি জটিল হতে পারে।
আরও পড়ুন: হলিউডের ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল নেটফ্লিক্স
তবে এবারের পরিস্থিতি ভিন্ন। এবার সারভাইকাল নয়, বরং হার্টের সমস্যার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








