২০২৫ সালে সেরা পাঁচে সোহাগ ওয়াজিউল্লাহর গান
সোহাগ ওয়াজিউল্লাহ। ছবি: নিউজবাংলাদেশ
দেশের জনপ্রিয় গীতিকবিদের একজন সোহাগ ওয়াজিউল্লাহ। তার লেখা অসংখ্য গান বিভিন্ন সময়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ২০২৫ সালেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। তার কথায় রেমো বিপ্লবের সুরে এবং পারভেজ খানের কণ্ঠে প্রকাশিত ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ গানটি চলতি বছরের সেরা পাঁচ গানের তালিকায় জায়গা করে নিয়েছে।
এ প্রসঙ্গে গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ নিউজবাংলাদেশকে বলেন, “এতো মানুষের ভালোবাসা পাওয়া সত্যিই আমার জন্য বড় প্রাপ্তি। আমি সবসময় সহজ ভাষায়, মানুষের গল্প নিয়ে গান লিখতে চেষ্টা করি। ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ গানটি মানুষ যে এতটা আপন করে নেবে, তা ভাবিনি। শ্রোতাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই ভালোবাসাই আমাকে পরের কাজের অনুপ্রেরণা দেয়।”
উল্লেখ্য, ২০২৫ সালে মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। তবে জনপ্রিয় শিল্পীদের নতুন মিউজিক ভিডিও ছিল তুলনামূলকভাবে কম। এর মধ্যেও ইউটিউবে দর্শকপ্রিয়তা পেয়েছে বেশ কয়েকটি গান। কোক স্টুডিও বাংলাদেশ থেকে প্রকাশিত হাবিবের গাওয়া ‘মহা জাদু’ ৪ কোটি ভিউ পেরিয়ে আলোচনায় রয়েছে।
এছাড়া ইউটিউবে কোটির ঘর পার হওয়া উল্লেখযোগ্য গানগুলো (রিপোর্ট লেখা পর্যন্ত)-
১. আমার বন্ধুরও বন্ধু আছে
শিল্পী: পারভেজ খান
ভিউ: ২ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬৪৩
২. গুলবাহার
শিল্পী: ইশান মজুমদার ও সুভেন্দু দাস শুভ - ৩ কোটি ১২ লাখ ৮৫ হাজার ৬০৮
৩. রাগের মাথায় কইলে কিছু
শিল্পী: মরিয়ম - ১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৩৬০
আরও পড়ুন: নচিকেতা হাসপাতালে ভর্তি
৪. জগতের পিরিত ভালো না
শিল্পী: ঝিনুক - ৩ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার ৭৯৪
৫. প্রেমের হইলো না মিলন
শিল্পী: শিমুল হাসান - ২ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৩৭০
৬. মুখ দেখে কেউ দুঃখ বোঝোনা
শিল্পী: সাগর বাউল - ১ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ২৮৮
৭. তুই আমার আলতা চুড়ি না
শিল্পী: সানজিদা রিমি - ৫ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৪১৪
নিউজবাংলাদেশ.কম/এসবি








