News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে যা যা প্রয়োজন, সব প্রস্তুতিই নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ নিচ্ছেন, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।

উপদেষ্টা জানান, ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

জাহাঙ্গীর আলম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। কেউ ঘর থেকে বের হতে পারছেন না এ কথা ঠিক নয়। অনেকে নিজের ইচ্ছায় বের হন না।

আরও পড়ুন: রোহিঙ্গা ও স্থানীয়দের ১১.২ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়