News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩২, ৮ ডিসেম্বর ২০২৫

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ পাচ্ছে নতুন কমিশনার। 

সোমবার (৮ ডিসেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১।

প্রজ্ঞাপনের তথ্যমতে, খুলনার কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের স্থলাভিষিক্ত হবেন। এ ছাড়া অন্য আদেশে ঊর্ধ্বতন আরও ২০ কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়েছে।

এদিকে নির্বাচনের আগে সব ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করার মতো কোনো ম্যাজিক আমার কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। যাতে প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে, তা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগেই সব অপরাধ বন্ধ হয়ে যাবে সেটা আমি বলি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত বা এমন কোনো সুইচ থাকত যে অফ করলেই এসব বন্ধ হয়ে যাবে, তাহলে সেটা করে দিতাম। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।’

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়