বিএনপি পারবে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিতে: রিজভী
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যৎ সরকার গঠনের পরিকল্পনা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনঃপ্রকাশ করেছে বিএনপি।
দলের শীর্ষ নেতারা বলেন, জনগণই দেশ গড়ার প্রকৃত শক্তি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় বলেন, বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়।
রিজভী বলেন, বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছে—এমন প্রশ্নও আমাদের মনে হয়।
তিনি সরকারের নীতি ও কার্যক্রমের প্রতি উদ্বেগ প্রকাশ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার অঙ্গীকার করেন।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের প্রায় শতভাগই বিএনপির হাত ধরে এসেছে। তবে নির্বাচনে আসন কম পেলে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। জনগণ তা মেনে নেবে না।
আরও পড়ুন: দুর্নীতি দেশের প্রতিদিনের জীবনকে পঙ্গু করে দিচ্ছে: তারেক রহমান
তিনি আরও উল্লেখ করেন যে, জনমত সংক্রান্ত সাম্প্রতিক জরিপে শতকরা ৬৬ ভাগ ভোটার বিএনপিকে বেশি আসন পাওয়ার যোগ্য মনে করেছে, যেখানে জামায়াতে ইসলামী পেয়েছে ২৬ ভাগ, এবং অন্যান্য দল অনেক কম।
নজরুল ইসলাম খান বলেন, এমন পরিস্থিতিতে কেউ হতাশ হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিলে, জনগণ তা সফল হতে দেবে না। এটাই আমাদের নিশ্চিত বার্তা।
তিনি অতীতের নির্বাচন অভিজ্ঞতা টেনে বলেন, ভুয়া ভোটার তৈরির কাজ বিএনপি ইচ্ছে করে কখনও করেনি। আগামী নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে।
এদিনের সভায় সারা দেশ থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির এই ‘দেশ গড়ার পরিকল্পনা’ সভা গত ৭ নভেম্বর থেকে সাত দিনব্যাপী আয়োজন হিসেবে শুরু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








